ফলাফল

এসএসসি ফলাফল যেভাবে পাবেন

২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৬ মে ২০১৯ (সোমবার) প্রকাশিত হবে। ফল প্রকাশের দিন দুপুর থেকে এসএমএস পাঠিয়ে কিংবা অনলাইনের মাধ্যমে ফলাফল জানা যাবে ।

৬ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পর, দুপুরের দিকে শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফল প্রকাশিত হবে। যেকোনো মোবাইল সংযোগ থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এসএমএসে ফলাফল :
মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে পরীক্ষার নাম (SSC / Dakhil) লিখে স্পেস দিয়ে বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে স্পেস দিয়ে পরীক্ষার সাল (2019) লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেভাবে টাইপ করবেন মেসেজ :
এসএসসি ফলাফল : SSC<space>Dha<space>Roll<space>Year
দাখিলের ক্ষেত্রে : DAKHIL<space>Mad<space>Roll<space>Year
কারিগরির ক্ষেত্রে : SSC<space>Tec<space>Roll<space>Year
টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে

উল্লেখ্য, দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি ভকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী।

পুন:নিরীক্ষণ : যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফলাফল পায়নি, তারা চাইলে ৭ মে থেকে ১৩ মে ২০১৯ তারিখের মধ্যে এসএমএসের মাধ্যমে পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবে। বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে-

ssc result 2019 sms
এসএসসি রেজাল্ট যেভাবে জানা যাবে
Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page