কারিগরি শিক্ষা বোর্ডের দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২২ (নতুন) ৮ আগস্ট তারিখে প্রকাশিত হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে, শেষ হবে ১ অক্টোবর ২০২২।
নির্ধারিত দিনগুলোতে সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। ২০২২ সালের পূর্বঘোষিত সিলেবাস অনুযায়ী ২০২২ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা : | এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ২০২২ |
বোর্ড : | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) |
পরীক্ষা শুরু : | ১৫ সেপ্টেম্বর ২০২২ |
পরীক্ষা শেষ : | ১ অক্টোবর ২০২২ |
ব্যবহারিক পরীক্ষা : | ১০-১৫ অক্টোবর ২০২২ |
কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২২-এর রুটিন ডাউনলোড (pdf) করা যাবে এই লিংক থেকে : http://www.bteb.gov.bd/sites/default/files/files/bteb.portal.gov.bd/notices/2de38944_3a12_46f1_bb8b_1ff2b713ca74/4343.pdf
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।