ফলাফল

এসএসসি মার্কশিট সহ রেজাল্ট ২০২১ ডাউনলোড

এসএসসি মার্কশিট সহ রেজাল্ট ২০২১ ও পুনঃনিরীক্ষণ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে ৯টি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তাদের ফলাফল ও মার্কশিট সহ গ্রেড বা নাম্বার শিক্ষা বোর্ডের ফলাফল সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে।

কোনো শিক্ষার্থী তার প্রাপ্য ফলাফলে সন্তুষ্ট না হলে চাইলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার এ বছর পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, ২০২১ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষা : এসএসসি ও সমমান ২০২১
এসএসসি ফলাফলের তারিখ :৩০ ডিসেম্বর ২০২১ (সম্ভাব্য)
রেজাল্ট দেখা যাবে যেভাবে :ওয়েবসাইট ও SMS
এসএসসি রেজাল্ট জানার ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
মোট পরীক্ষার্থী :২২ লাখ ২৭ হাজার ১১৩ জন
মোট শিক্ষা বোর্ড : ৯টি

এসএসসি মার্কশিট ডাউনলোড ২০২১

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল বা মার্কশিট ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে: http://www.educationboardresults.gov.bd/ (রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দরকার হবে) অথবা, https://eboardresults.com/app/stud/ (রোল নাম্বার দরকার হবে)

প্রাপ্ত জিপিএ জানার পাশাপাশি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল বা মার্কশিট পাওয়া যাবে উল্লিখিত ওয়েবসাইট থেকে।

এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ

পুনঃনিরীক্ষণ : এ পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল পায়নি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে এসএমএসের মাধ্যমে।

পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে শুধুমাত্র টেলিটক মােবাইলের Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে Space দিয়ে Roll লিখে Space দিয়ে Subject Code লিখে 16222 নম্বরে Send করতে হবে।

এসএসসি বিষয় কোড

  • BANGLA – 101
  • ENGLISH – 107
  • MATHEMATICS – 109
  • GEOGRAPHY AND ENVIRONMENT – 110
  • ISLAM AND MORAL EDUCATION – 111
  • HIGHER MATHEMATICS – 126
  • SCIENCE – 127
  • AGRICULTURE STUDIES – 134
  • PHYSICS – 136
  • CHEMISTRY – 137
  • BIOLOGY – 138
  • CIVICS AND CITIZENSHIP – 140
  • BUSINESS ENTREPRENEURSHIP – 143
  • ACCOUNTING – 146
  • PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
  • HOME SCIENCE – 151
  • FINANCE AND BANKING – 152
  • HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
  • INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
  • CAREER EDUCATION – 156

মোবাইলে এসএসসি – দাখিল – ভোকেশনাল পরীক্ষার ফলাফল যেভাবে

SSC result 2021 marksheet with number
SSC result 2021 marksheet with number

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page