২০২১ সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর (২০২১) পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছরের (২০২০) তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর (২০২০) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।
৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়।
২০২১ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এই বোর্ডে গড় পাসের হার ৯৭.৫২ শতাংশ।
ফলাফলের সর্বোচ্চ জিপিএর দিক থেকে বরাবরের মতো এবারো শীর্ষ স্থানে আছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। অন্যদিকে পাসের হারে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০.১০ শতাংশ।
শিক্ষা বোর্ড | এসএসসি পাশের হার (২০২১) |
চট্টগ্রাম শিক্ষা বোর্ড | ৯১.১২℅ |
বরিশাল শিক্ষা বোর্ড | ৯০.১৯ ℅ |
সিলেট শিক্ষা বোর্ড | ৯৬.৭৮% |
দিনাজপুর শিক্ষা বোর্ড | ৯৪.৮০℅ |
কুমিল্লা শিক্ষা বোর্ড | ৯৬.২৭℅ |
ঢাকা শিক্ষা বোর্ড | ৯৩.১৫ ℅ |
রাজশাহী শিক্ষা বোর্ড | ৯৪.৭১ ℅ |
যশোর শিক্ষা বোর্ড | ৯৩.০৯ ℅ |
ময়মনসিংহ শিক্ষা বোর্ড | ৯৭.৫২% |
কারিগরি শিক্ষা বোর্ড | ৮৮.৪৯% |
মাদ্রাসা শিক্ষা বোর্ড | ৯৩.২২% |
http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।
এছাড়া, মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
৩০ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই স্থানে নতুন শিক্ষাবর্ষের (২০২২) বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসএসসি ও সমমানের ফলাফল সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য তুলে ধরেন।
৩০ ডিসেম্বর ২০২১ তারিখ দুপুর থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল, মার্কশিট ও নম্বর (জিপিএ) জানা যাবে।
এদিকে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ জানুয়ারি ২০২২ থেকে।
উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয়ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে। ১৪ নভেম্বর এই পরীক্ষা শুরুর দিনই শিক্ষামন্ত্রী বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। সেই হিসেবে পরীক্ষা শেষ হওয়ার এক মাস পূর্ণ হয় ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে।
পরীক্ষা : | এসএসসি ও সমমান ২০২১ |
এসএসসি ফলাফলের তারিখ : | ৩০ ডিসেম্বর ২০২১ |
এসএসসি রেজাল্ট জানার ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
মোট পরীক্ষার্থী : | ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন |
মোট শিক্ষা বোর্ড : | ৯টি |