সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি হিসাববিজ্ঞান প্রশ্ন সমাধান ২০২১ ( MCQ ) এখানে দেয়া হলো। এই পরীক্ষা গতকাল (১৫ নভেম্বর ২০২১) অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা : | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / এসএসসি ২০২১ |
বিষয় : | হিসাব বিজ্ঞান |
সিলেবাস : | ২০২১ সালের সিলেবাস অনুযায়ী |
প্রশ্ন পর্ব : | বহু নির্বাচনি প্রশ্ন ( MCQ ) |
বিষয় কোড : | ১৪৬ |
মান ও সময় : | পূর্ণমান ৩০ ও সময় ৩০ মিনিট |
পরীক্ষা সম্পন্ন হয়েছে : | ১৫-১১-২০২১ |
[ বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহু নির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১ ]
১। মালিকানা স্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি?
(ক) নগদান হিসাব, (খ) উত্তোলন হিসাব, (গ) ব্যাংক হিসাব, (ঘ) পাওনাদার হিসাব
উত্তর : (খ) উত্তোলন হিসাব
২। হিসাব চক্রের ৪র্থ ধাপ নিচের কোনটি?
(ক) খতিয়ানে স্থানান্তরকরণ, (খ) জাবেদাভুক্তকরণ, (গ) রেওয়ামিল প্রস্তুতকরণ, (ঘ) কার্যপত্র প্রস্তুত;
উত্তর : (ক) খতিয়ানে স্থানান্তরকরণ
৩। স্কয়ার ফার্মাসিউটিক্যাল গাড়ি মেরামতের জন্য ২০,০০০ টাকা খরচ করলাে। এর জন্য কোনটি প্রস্তুত করবে?
(ক) চালান, (খ) ক্যাশ মেমােহন, (গ) ভাউচার, (ঘ) ডেবিট নােট;
উত্তর : (গ) ভাউচার
৪। বিনামূল্যে পণ্য বিতরণ এই লেনদেন দ্বারা কোনটিকে ডেবিট করতে হবে?
(ক) ক্রয় (খ) মনিহারি (গ) বিজ্ঞাপন (ঘ) বিবিধ ক্ষতি
উত্তর : (গ) বিজ্ঞাপন
৫। নিচের কোনটি অন্যগুলাে থেকে আলাদা?
(ক) বিমা সেলামি, (খ) ঋণের সুদ, (গ) বেতন, (ঘ) উপভাড়া;
উত্তর : (ঘ) উপভাড়া
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
মাসুম ট্রেডার্স ২০২০ সালের ১ জুন ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করল। ১০ জুন ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে ব্যাংকে জমা রাখা হলাে। ১৮ জুন জীবন বিমা প্রিমিয়াম প্রদান ৩,০০০ টাকা।
৬। ১ জুন তারিখের লেনদেনের সঠিক জাবেদা কোনটি?
(ক) আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, (খ) নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, (গ) আসবাবপত্র হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, (ঘ) নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট;
উত্তর : (ক) আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট
৭। মাসুম ট্রেডার্স এর সমাপনী মালিকানা স্বত্বের পরিমাণ কত?
(ক) ২০,০০০ টাকা, (খ) ৪২,০০০ টাকা, (গ) ৪৫,০০০ টাকা, (ঘ) ৪৮,০০০ টাকা
উত্তর : (খ) ৪২,০০০ টাকা
৮। লেনদেন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়?
(ক) কার্যপত্রে, (খ) খতিয়ানে, (গ) রেওয়ামিলে, (ঘ) জাবেদায়;
উত্তর : (ঘ) জাবেদায়
৯। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার সুবিধা হলাে – i. প্রতিনিয়ত মুনাফা বা ক্ষতি নির্ণয়, ii. নির্দিষ্ট সময় পর মুনাফা বা ক্ষতি নির্ণয়, iii. আর্থিক অবস্থা নির্ণয়;
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii
উত্তর : (ক) i ও ii
১০। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি?
(ক) নগদান বই, (খ) ব্যাংক বিবরণী, (গ) আর্থিক বিবরণী, (ঘ) সাধারণ জাবেদা
উত্তর : (গ) আর্থিক বিবরণী
১১। বিমা প্রিমিয়াম ১২,০০০ টাকা। ৩ মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে। অগ্রিম বিমার পরিমাণ কত টাকা?
(ক) ৩,০০০, (খ) ৪,০০০, (গ) ৯,০০০, (ঘ) ১৫,০০০
উত্তর : (ক) ৩,০০০
১২। বিক্রয় ফেরত ১,০০০ টাকা। লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণে কোনটি প্রভাবিত হবে?
(ক) A বৃদ্ধি, E হ্রাস, (খ) A হ্রাস, E হ্রাস, (গ) A হ্রস, L হ্রাস, (ঘ) A হ্রাস, E বৃদ্ধি
উত্তর : (খ) A হ্রাস, E হ্রাস
১৩। খতিয়ানের চলমান জের ছকের বৈশিষ্ট্য কোনটি?
(ক) মাস শেষে জের পাওয়া যায়, (খ) সর্বদা জের বৃদ্ধি পায়, (গ) প্রতিনিয়ত জের পাওয়া যায় (ঘ) শ্রম ও ব্যয় বৃদ্ধি পায়।
উত্তর : (গ) প্রতিনিয়ত জের পাওয়া যায়
১৪। দুতরফা দাখিলার মূলনীতি নিচের কোনটি?
(ক) পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, (খ) দ্বৈত সত্তা, (গ) লাভ-লােকসান নিরূপণ, (ঘ) গাণিতিক শুদ্ধতা যাচাই;
উত্তর : (খ) দ্বৈত সত্তা
১৫। সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে কোন হিসাব?
(ক) আসবাবপত্র, (খ) উপভাড়া, (গ) মনিহারি, (ঘ) অবচয়;
উত্তর : (খ) উপভাড়া
১৬। শিহাবের নিকট থেকে ৪,৫০০ টাকার পণ্য ক্রয় করে ক্ৰয়জাবেদায় ৪৫০ টাকা লেখা হয়েছে। এটি কোন ধরনের ভুল?
(ক) নীতিগত, (খ) পরিপূরক, (গ) বাদপড়ার, (ঘ) লেখার
উত্তর : (ঘ) লেখার
১৭। ক্রেডিট নােট কে প্রেরণ করেন?
(ক) ক্রেতারা, (খ) উৎপাদক, (গ) বিক্রেতা, (ঘ) হিসাবরক্ষক
উত্তর : (গ) বিক্রেতা
১৮। হিসাবের গাণিতিক ভুল সহজে ধরা পড়ে নিচের কোনটিতে?
(ক) রেওয়ামিলে, (খ) জাবেদায়, (গ) খতিয়ানে, (ঘ) আর্থিক বিবরণীতে
উত্তর : (ক) রেওয়ামিলে
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা এবং পণ্যদ্রব্য ১৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল।
১৯। জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?
(ক) ৩৫,০০০(খ) ৪০,০০০, (গ) ৫৫,০০০, (ঘ) ১,০৫,০০০ ২০
উত্তর : (গ) ৫৫,০০০
২০। উপযুক্ত ৫০,০০০ টাকার লেনদেনটির ফলে কোনটি বৃদ্ধি পাবে?
(ক) দীর্ঘমেয়াদি দায়, (খ) মালিকানাস্বত্ব, (গ) স্থায়ী সম্পদ, (ঘ) চলতি দায়;
উত্তর : (ক) দীর্ঘমেয়াদি দায়
২১। কোনটি অলিক সম্পদ?
(ক) ইজারা সম্পত্তি, (খ) বিনিয়ােগ, (গ) প্রাপ্যবিল, (ঘ) বিলম্বিত বিজ্ঞাপন;
উত্তর : (ঘ) বিলম্বিত বিজ্ঞাপন
২২। অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি?
(ক) কুঋণ, (খ) আইন খরচ, (গ) শুল্ক, (ঘ) ঋণের সুদ
উত্তর : (ঘ) ঋণের সুদ
২৩। এক তরফা দাখিলায় হিসাব রাখা হয় – i. সম্পদ, ii. দায়, iii. আয়-ব্যয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii
উত্তর : (ঘ) i, ii ও iii
২৪। নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?
(ক) মূলধন, (খ) অনুপার্জিত আয়, (গ) প্রদেয় বিল, (ঘ) সুনাম
উত্তর : (ঘ) সুনাম
২৫। বি/ডি দ্বারা কী বুঝায়?
(ক) পেছন থেকে আনীত, (খ) উপর থেকে আনীত, (গ) সম্মুখ থেকে আনীত, (ঘ) নিচ থেকে আনীত
উত্তর : (ক) পেছন থেকে আনীত
২৬। বিভিন্ন আয়ের জন্য কোন প্রমাণপত্রটি ব্যবহৃত হয়?
(ক) চালান, (খ) ক্রেডিট নােট, (গ) ক্রেডিট ভাউচার, (ঘ) ডেবিট নােট
উত্তর : (গ) ক্রেডিট ভাউচার
২৭। বিশদ আয় বিবরণীতে দ্বিতীয় ধাপে কোনটি নির্ণয় করা হয়?
(ক) মােট মুনাফা/ক্ষতি, (খ) পরিচালন মুনাফা/ক্ষতি কর, (গ) নিট মুনাফা/ক্ষতি, (ঘ) বিক্রীত পণ্যের ব্যয়
উত্তর : (খ) পরিচালন মুনাফা/ক্ষতি কর
২৮। নিচের কোনটি দ্বারা রেওয়ামিল বুঝায়?
(ক) খতিয়ানের উদ্ধৃত্তের তালিকা, (খ) লেনদেনের তালিকা, (গ) সম্পদ ও দায়ের তালিকা, (ঘ) আয়-ব্যয়ের তালিকা
উত্তর : (ক) খতিয়ানের উদ্ধৃত্তের তালিকা
২৯। মি. নাসিমের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ২৬,০০০ টাকা, সমাপনী মূলধন ৪৮,০০০ টাকা এবং উত্তোলন ৬,০০০ টাকা হয়, তার ব্যবসায়ে লাভ বা ক্ষতি কত?
(ক) ২০,০০০ টাকা ক্ষতি, (খ) ২২,০০০ টাকা ক্ষতি, (গ) ২৮,০০০ টাকা লাভ, (ঘ) ৫২,০০০ টাকা
উত্তর : (গ) ২৮,০০০ টাকা লাভ
৩০। লাভ জাবেদা থেকে লেনদেনগুলােকে স্থানান্তর করে স্থায়ীভাবে কোথায় রাখা হয়?
(ক) রেওয়ামিলে (খ) নগদান বইতে (গ) আর্থিক বিবরণীতে। (ঘ) খতিয়ানের
উত্তর : (ঘ) খতিয়ানের