ওয়াইফাই উন্মুক্ত করার দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ওয়াইফাই উন্মুক্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ- মোবাইল অপারেটর রবি ঢাকা কলেজে ওয়াইফাই সেবা দেয়ার নামে পুরো কলেজকে ব্যবহার করছে তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য। কিন্তু ওয়াইফাই ব্যবহার সবার জন্য পুরোপুরি উন্মুক্ত হয়নি।
আজ (২৯ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে রবির বিজ্ঞাপন বন্ধ ও সবার জন্য উন্মুক্ত ওয়াইফাইয়ের দাবিতে মানববন্ধন করে কয়েকশ শিক্ষার্থী।
মানববন্ধনে রবির বিজ্ঞাপন বন্ধে ৭ দিনের আল্টিমেটাম দেন ওয়াইফাই আন্দোলনের উদ্যোক্তা ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ। কলেজের নিজস্ব ব্যবস্থাপনা বা সরকারিভাবে সকল অপারেটরের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালুরও দাবি করেন তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা কলেজ কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’-এর সভাপতি মহিউদ্দীন উসমানী, ঢাকা কলেজ পরিবেশ বাঁচা আন্দোলনের আহ্বায়ক আশরাফুল ইসলাম, ঢাকা কলেজের বিভিন্ন গণআন্দোলনের নেতা ওমর ফারুক, সায়েম শিকদার, সবুজ উর রহমানসহ অনেকে।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page