খবর

করোনা সংক্রমণ ঠেকাতে মতলবের পশ্চিম পিংড়ার তরুণদের উদ্যোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম পিংড়া এলাকার যুবকরা নিজস্ব উদ্যোগে এলাকার বেশ কয়েকটি বাড়িসহ সড়কে জীবাণুনাশক ছিটিয়েছেন। এলাকার বেশ কয়েকজন শিক্ষার্থীরা এ উদ্যোগ নেন। অনুপ্রেরণা এবং জীবাণুনাশক দিয়ে সাহায্য করেন সোহাদ হোসেন। সার্বিক বিষয়টি দেখাশোনা করেন মো. মুকবুল হোসেন পাটওয়ারী।

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমন গাজী ও আজিদ পাটওয়ারীহ আরও অনেকে। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কাজে অংশগ্রহন করেন এলাকার তরুণরা। প্রতি সপ্তাহেই জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এডু ডেইলি ২৪
Share
Published by
এডু ডেইলি ২৪