ভর্তি তথ্য

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পেছাচ্ছে

২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পেছাচ্ছে। ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জুনের (২০২০) প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক আজ গণমাধ্যমকে জানান, জুন মাসে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি বিবেচনা করে ভর্তি কার্যক্রমের দিনক্ষণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, যেহেতু সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার আপাতত পরিকল্পনা, সে হিসেবে এখনই ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নেই। কারণ অনলাইনে কলেজে ভর্তির আবেদন করতে গেলে শিক্ষার্থী-অভিভাবকদের অনেককেই কম্পিউটারের দোকানে যেতে হবে, যা এই করোনার পরিস্থিতিতে খুব বিপদজনক। তাই ভর্তি প্রক্রিয়া শুরু হতে দেরি হবে বলা যায়!

এডু ডেইলি ২৪