কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে। বেশি সংখ্যক গোল দিয়ে গোল্ডেন বুট পাওয়ার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা মেসি, জিরু, গাকপোদের থেকে অনেকটাই এগিয়ে ফ্রান্সের ২৩ বছর বয়সী Kylian Mbappé। মোট ৫টি গোল করে বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে।
১৯ বছর বয়সে এমবাপ্পে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্সের পক্ষে করেছিলেন ৪ গোল, এবার শেষ ষোলো পেরোতেই করে ফেলেছেন ৫ টি। বিশ্বকাপ ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড যে এখনই হুমকির মুখে সেটি না বললেও চলছে।
বিশ্বের অন্যতম দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। তার বাবা ফুটবল কোচ উইলফ্রাইড ক্যামেরুন থেকে ফ্রান্সে। তার বাবা বিয়ে করেন আলজেরিয়ার মেয়ে ফাইজা লামারিকে। লামারি একজন হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। বাবা খ্রিস্টান কিন্তু মা ফাইজা মুসলিম। বাবার ধর্মান্তরিত হবার কথা শোনা গেলেও এটা নিশ্চিত নয়। আর মা পারিবারিকভাবেই মুসলিম। কিলিয়ান এমবাপ্পের ধর্ম নিয়ে তাই মতান্তর রয়েছে। তবে তার মুসলিম হওয়ার সম্ভাবনা বেশি!