কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১১১৬ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৬০ |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০৪ |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৪৪৩ |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৪৫ |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | ৯০ |
মোট আসন = | ৩৫৩৯টি |
জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
আবেদন গ্রহণের সময়সীমা ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। আবেদন ফি টাকা ১২০০ (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) টাকা।
এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন (নেগেটিভ মার্কস) হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে ১ থেকে ৭ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আসন শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে।
বিষয় | নম্বর |
ইংরেজি | ১০ |
প্রাণীবিজ্ঞান | ১৫ |
উদ্ভিদবিজ্ঞান | ১৫ |
পদার্থবিজ্ঞান | ২০ |
রসায়ন | ২০ |
গণিত | ২০ |
বিশ্ববিদ্যালয়ের নাম | ওয়েবসাইট |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | bau.edu.bd |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | bsmrau.edu.bd |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | sau.edu.bd |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | sau.ac.bd |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | pstu.ac.bd |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | cvasu.ac.bd |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | kau.edu.bd |
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | hau.ac.bd |
অনলাইনে আবেদনের লিংক: http://acas.edu.bd
ভর্তি নির্দেশিকা, বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানা যাবে ভর্তি সংক্রান্ত এই ওয়েবসাইটে : acas.edu.bd