চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি রেজাল্ট (২০২১) প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২০,৬১৮ জন শিক্ষার্থী। পাসের হার ৪৫.৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪,২০৬ জন শিক্ষার্থী।
৫ নভেম্বর ২০২১ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
১ ও ২ নভেম্বর ‘এ’ অর্থাৎ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়, যদিও আবেদন করেছিল ৬৮,৯১ জন। অনুপস্থিত ছিলেন ২৩,২৬৬ জন।
এদিকে, ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের ভর্তির পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের চবির ভর্তি পরীক্ষার পর্ব।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এ বছর আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু।
‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।