চাকরির খবর

জনতা জুট মিলস নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১

জনতা জুট মিলস নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান জনতা জুট মিলসের পলাশ (নরসিংদী) ও দোবরা (বোয়ালমারী, ফরিদপুর) এবং সাদাত জুট ইন্ডাস্ট্রিজের জাফরপুর (দেবিদ্বার, কুমিল্লা) ফেক্টরির জন্য ২৮টি ক্যাটাগরির পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তি ৩ জানুয়ারি ২০২১ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে প্রার্থীদেরকে আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি, এনআইডি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং আনুসাঙ্গিক কাগজপত্রসহ এই ঠিকানায় যোগযোগ করতে হবে : চিফ অপারেটিং অফিসার, জনতা জুট মিলস্ লিমিটেড, সিম্পলট্রি লাইট হাউজ, প্লট-৫৩, রোড-২১, ব্লক-বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।

জনতা জুট মিলসের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১
এডু ডেইলি ২৪