বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব-২০১৯


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০১৮, ১০:৪০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন /
বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব-২০১৯

নতুন বছরের প্রথম দিনই সারা দেশের স্কুলগুলোতে উদযাপিত হবে পাঠ্যপুস্তক উৎসব-২০১৯। এ বছর ১ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।

বর্তমানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার। পাঠ্যপুস্তক উৎসবের অাওতায় তারা সবাই নতুন বই পাবে।

১ জানুয়ারি সকাল ৯.৩০টায় ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে ‘পাঠ্যপুস্তক উৎসব-২০১৯’ উদ্ভোধন করা হবে। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এছাড়া দেশের সব প্রতিষ্ঠানেই স্ব স্ব আয়োজনে বই বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে প্রতি বছর (বছরের প্রথম দিন) সারাদেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হচ্ছে।

Rate this post