ভর্তি তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ ও সিট প্ল্যান

২০২১-২০২২ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ ও সিট প্ল্যান (আসন বিন্যাস) প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে জাবির অনার্স (স্নাতক সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই থেকে শুরু হবে, চলবে ৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। ১৮ জুলাই ২০২২ জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারও গতবারের মতো ভর্তি পরীক্ষা হবে শিফট পদ্ধতিতে। জাবির গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কোনো এক শিফটের পরীক্ষার্থীরা মেধা তালিকায় বেশি স্থান পায়। পিছিয়ে থাকেন অন্য শিফটের পরীক্ষার্থীরা। গত বছর ‘বি’ ইউনিটের ৩২৬ আসনের ২১৭ জন মেধা তালিকায় এসেছে পঞ্চম শিফটের পরীক্ষার্থীরা, যা মোট আসনের ৬৭ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় শিফট থেকে তালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ১২ জন। তাই শিক্ষার্থীদের অনেকেই এই শিফট পদ্ধতির ভর্তি পরীক্ষার বিপক্ষে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিস্যাস ২০২২ – সব ইউনিট

Jahangirnagar University admission date and seat plan 2022 pdf download link : https://juniv-admission.org/content/Notice/JU_Admission_Test_Schedule_(2021-22).pdf

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে

Jahangirnagar University Unit Wise Admission Test Date

Units Faculties Exam Date
A UnitFaculty of Mathematical & Physical Sciences2 & 3-8-2022
B UnitFaculty of Social Sciences1-8-2022
C UnitFaculty of Arts & Humanities31-7-2022
D UnitFaculty of Biological Sciences3 & 4-8-2022
E UnitFaculty of Business Studies 4-8-2022

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসন সংখ্যা ২০২২

ইউনিটছেলেমেয়েমোট আসন
এ ইউনিট২৩৮২৩৭৪৭৫
বি ইউনিট২০৫২০০৪০৫
সি ইউনিট২৪৫২৪৫৪৯০
ডি ইউনিট১৬৫১৬৫৩৩০
ই ইউনিট১২৫১২৫২৫০
মোট=৯৭৮৯৭২১৯৫০

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও পাস নাম্বার

সব ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ কিংবা ২৬.৪০ নম্বরের কথা বলা হয়েছে তবে কিছু ইউনিটের ক্ষেত্রে আলাদা কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।

  •  A ইউনিট : গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি
    পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০% এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ভর্তির জন্য পদার্থ, রসায়ন ও আইসিটিতে পৃথক পৃথক ভাবে ৫০% নম্বর পেতে হবে।

  • B ইউনিট : আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।

  • C ইউনিট : বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইরেজি অংশে ন্যূনতম ৪০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০%, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আর্ন্তজাতিক বিষয়াবলী অংশে ৭০% এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে নূ্যনতম ৫০% নম্বর পেতে হবে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তির জন্য সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৬০% নম্বর পেতে হবে।

  • D ইউনিট : ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ও মাইক্রবায়োলজি বিভাগে ভর্তির জন্য রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।

  • E ইউনিট : বিবিএ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে নূন্যতম ৪০% নম্বর পেতে হবে।

জাবি ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২২ ও আসন বিন্যাস

Jahangirnagar University admission date and seat plan 2022 pdf download
Jahangirnagar university admission test exam date and admit card download 2022

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page