শিক্ষা বার্তা

ডিপ্লোমা পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু, সময় কমবে

২০২০ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে। এছাড়া পরীক্ষার সময়ও কমানো হবে।

১৬ জানুয়ারি ২০২১ তারিখে কারিগরি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সব বিষয়ের ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় ও ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে নেওয়া হবে বলে জানা গেছে।

পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের অর্ধেক বা ৫০ শতাংশ উত্তর দিতে হবে। সব বিভাগের যেকোনো প্রশ্ন থেকে শিক্ষার্থীরা ৫০ শতাংশ উত্তর দিতে পারবেন। আর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে মোট নম্বরের বিপরীতে রূপান্তরিত করে ফল নির্ধারণ করা হবে।

২০১০ ও ২০১৬ প্রবিধানের ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষা এভাবে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এডু ডেইলি ২৪