তথ্য প্রযুক্তি

ডু নট ডিস্টার্ব : প্রমোশনাল এসএমএস বন্ধ

মোবাইল অপারেটরদের বিরক্তিকর অফার সংক্রান্ত প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি জানিয়েছে, নির্দিষ্ট কোড নাম্বারে ডায়াল করেই ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবা পাওয়া যাবে।

বিটিআরসি জানায়, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই, গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবাটি নেন।

বিটিআরসি জানায়, বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।

বিরক্তিকর অফার সংশ্লিষ্ট প্রমোশনাল এসএমএস না পেতে ডায়াল করুন :
গ্রামীণফোন : ১২১১১০১#
বাংলালিংক : ১২১৮*৬#
রবি ও এয়ারটেল : *৭#

এডু ডেইলি ২৪
Share
Published by
এডু ডেইলি ২৪