ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৫৯.৭৭ শতাংশ।
২৪ এপ্রিল দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩,০৮২ জন। পাস করেছেন ৩৯,৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯.৭৭ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকার ৩৯,৩৯৫ জনের মধ্যে ছেলে আছে ১৩,৭৪৯ জন। আর মেয়ে আছে ২৫,৬৪৬ জন।
ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.২৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী।
👉 মার্কসহ মেরিট পজিশন দেখার লিংক http://result.dghs.gov.bd/bds/
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা (pdf download link) : https://dghs.gov.bd/sites/default/files/files/dghs.portal.gov.bd/notices/1d9298a0_d3c5_4768_8388_d71c59340810/2022-04-24-09-51-9274b376d7fe3ff039e3dbcc8240c66d.pdf