ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ১৩০টি

Rate this post

ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১০ ক্যাটাগরিতে ১৩০টি পদে জনবল নিয়োগ দেবে  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আবেদনের শেষ সময় ১৩ জুন ২০২২।

ডেসকো নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান :ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
মোট পদ :১৩০টি
আবেদনের শেষ তারিখ :১৩-৬-২০২২
প্রার্থীর বয়স :সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।
(২৪/৫/২০২২ তারিখে)
অফিসিয়াল ওয়েবসাইট :https://www.desco.org.bd/bangla/career.php

ডেসকো পদের তালিকা ও পদ সংখ্যা

  • ১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) – ৪৪টি।
  • ২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) – ৩টি।
  • ৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) – ৪টি।
  • ৪. সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) – ২৩টি।
  • ৫. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) – ৪টি।
  • ৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) – ৬টি।
  • ৭. সাবস্টেশন অ্যাটেনডেন্ট – ৭টি।
  • ৮. অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার – ২টি।
  • ৯. অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান – ১২টি
  • ১০. স্পেশাল গার্ড – ২টি

আবেদন ফি : ১-৬ নম্বরের পদের আবেদন ফি ১,৫০০ টাকা এবং ৭-১০ নম্বরের পদের আবেদন ফি ১,০০০ টাকা।

DESCO job circular 2022

desco job circular 2022 new
Dhaka Electric Supply Company Limited job circular 2022

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *