ভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিট কার্ড ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিট কার্ড ২০২২ ডাউনলোড করা যাচ্ছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স (ক,খ,গ,ঘ ও চ ইউনিট) ভর্তির পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন গত ১০ মে ২০২২ তারিখে শেষ হয় । এবছর পাচটি ইউনিটের ৬,০৩৫ টি আসনের বিপরীতে মোট ২,৯০,৩৪৮ জন অনলাইনে আবেদন করেছেন । ঢাবি ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন শুরু হবে । ইতোমধ্যেই সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড করা প্রক্রিয়া শুরু হয়েছে , শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটের ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে প্রিন্ট করে নিতে হবে ।

ঢাবির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ও সূচি

ইউনিটতারিখসময়
ক-ইউনিট১০ জুন ২০২২সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
খ-ইউনিট০৪ জুন ২০২২সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
গ-ইউনিট০৩ জুন ২০২২সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
ঘ-ইউনিট১১ জুন ২০২২সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত
চ-ইউনিট (সাধারণ জ্ঞান)১৭ জুন ২০২২সকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ এর কেন্দ্র তালিকা সম্পর্কিত একটি ছক নিচে প্রকাশ করা হলো। এসকল কেন্দ্রের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে।

স্থানকেন্দ্রের নাম
ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়
সিলেটশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়
খুলনাখুলনা বিশ্ববিদ্যালয়
রংপুরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ঢাবি এডমিট কার্ড ২০২২ পিডিএফ

এডমিট কার্ড / প্রবেশপত্র ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না । প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ৩০ মিনিট আগ পর্যন্ত ঢাবি প্রবেশপত্র ২০২২ ডাউনলোড করা যাবে ।

ঢাবি ক,খ,গ,ঘ ও চ ইউনিট এডমিট কার্ড ডাউনলোড

সকল ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে অবশ্যই আবেদনকারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd ব্যবহার করতে হবে ।

  • admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে ।
  • আবেদনকারী ভর্তি আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করবেন।
  • লগইন করার পর স্ব স্ব ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন পাবেন ।
  • “ডাউনলোড” বাটনে ক্লিক করে ঢাবি প্রবেশপত্র ২০২২ সংগ্রহ করার পর তা কালার প্রিন্ট করে সংরক্ষন করতে হবে ।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে-

1. এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড
2. ঢাবি প্রবেশপত্র ( কালার প্রিন্ট)
3. বলপয়েন্ট কলম

পরীক্ষার হলে যা আনা যাবে না – 

  • যেকোনো ধরনের ঘড়ি, ক্যালকুলেটর ।
  • যেকোনো ধরনের পেন্সিল, কাগজ ।
  • যেকোনো ধরনের হার্ডবোর্ড

মোবাইল ফোন বা ব্যাগ বহন পরীক্ষা কেন্দ্রের উপর নির্ভর করে। যেহেতু অনেক কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ, তাদের কেউ কেউ পরীক্ষার হলে আপনার মোবাইল নিরাপদ স্থানে রাখার অনুমতি দিতে পারে। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

প্রবেশপত্র / Admit Card Download link : https://adma394c127769905e430433c93686fab3a.eis.du.ac.bd/en/b45de047fde9788cadae3cfe8e88dcc2

Rate this post

প্রাসঙ্গিক

One Comment

  1. আমি 2020 সালে HSC দিয়েছি এবং 21-22 শিক্ষাবর্ষে MBBS ভর্তি হয়েছি, circular এ উল্লিখিত 20-21 শিক্ষাবর্ষে আমি ভর্তি হইনি। আমি কি এই বৃত্তি আবেদন করতে পারবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page