ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩-১৭ জুন ২০২২

Rate this post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইউনিটভেদে ৩ থেকে ১৭ জুন ২০২২। ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান (অনার্স) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি ২০২২

শিক্ষা প্রতিষ্ঠান :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
শিক্ষাবর্ষ :২০২১-২০২২ শিক্ষাবর্ষ
‘গ’ ইউনিট :৩ জুন ২০২২
‘খ’ ইউনিট :৪ জুন ২০২২
‘ক’ ইউনিট :১০ জুন ২০২২
‘ঘ’ ইউনিট :১১ জুন ২০২২
‘চ’ ইউনিট :১৭ জুন ২০২২

সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুন ২০২২ তারিখে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ২০২২ তারিখে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরও শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ৭টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও ফি জমা নেওয়া শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৮ থাকতে হবে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

তবে এ বছর ঢাবিতে ভর্তি আবেদনের ফি বাড়ছে। ঢাবিতে ভর্তি আবেদনের জন্য এ বছর ১০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৬৫০ টাকা।

সভা সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) যেকোনো শাখায় ফি জমা দেওয়া যাবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *