পরীক্ষার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতে বিক্ষোভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৯ নভেম্বর দুপুরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে সড়ক অবরোধ করেছে।
শিক্ষার্থীরা দাবি করেন, খুব দ্রুত বিশেষ পরীক্ষার তারিখ ঘোষণা করে পরীক্ষা নিয়ে জানুয়ারির (২০২২) মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের আন্দোলন চলবে!
শিক্ষার্থীদের বিক্ষোভের কা্রণে সাময়িক সময়ের জন্য ৪টি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যহত হয়। যাত্রীবাহী গাড়িগুলোতে আটকা পড়া যাত্রীরাও পড়ে যার চরম ভোগান্তিতে।
বিশেষ পরীক্ষার দাবিতে ৭ কলেজের ২০১৫-২০১৬ সেশনের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। খুব দ্রুত সময়ে বিশেষ পরীক্ষার ঘোষণা দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী জানান, “অনার্স শেষ করার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে অনেক আগেই। বহু শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। কী কারণে এত শিক্ষার্থী অকৃতকার্য হলো তার জবাব প্রশাসনকে দিতে হবে।”