ভর্তি তথ্য

প্রাথমিকে ভর্তি নির্দেশনা ২০২১

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিকে ভর্তি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ৪ জানুয়ারি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে- প্রাথমিকে ভর্তি সংক্রান্ত ৭টি নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনায় বলা হয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি (২০২১) মাসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তিতে কোনো ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করতে হবে।
ভর্তিচ্ছু শিশুদের নাম ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে এন্ট্রি করে তাদেরকে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

নির্দেশায় আরো বলা হয়-
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকরা শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করবেন। অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, সন্তান সম্ভবা শিক্ষিকাদের স্কুল উপস্থিত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

>> প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) প্রাথমিকে ভর্তি সংক্রান্ত নির্দেশনাটি পাওয়া যাবে এই লিংকে : http://www.dpe.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/5631b533_0873_438d_995b_451bfe4dc656/COVID-19.pdf

এডু ডেইলি ২৪