সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ (২৪ ডিসেম্বর ২০১৯) রাত ১০টার দিকে প্রকাশিত হয়েছে। মোট ১৮,১৪৭ জন প্রার্থী পাস করার মাধ্যমে তারা নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল গণমাধ্যমকে জানান, পরীক্ষায় পাস করা প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (https://mopme.gov.bd) ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
জেলাভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল (pdf, ১১৯ পৃষ্ঠা)পাওয়া যাবে এই লিংকে : http://dpe.portal.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/77ac53fa_dc67_48de_a68e_32e4cc62c92c/Final_Result_With_Notice.pdf
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫,২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর থেকে মাসব্যাপী নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হয়।