প্রাথমিক শিক্ষক বদলি আবেদন (২য় ধাপ) ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চালু থাকবে। ২ জানুয়ারি ২০২৩ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলায় দ্বিতীয় ধাপের অনলাইন বদলি আবেদন কার্যক্রম ৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় দ্বিতীয় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্ত প্রতিপালন করে আগামী ৩ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই বলেও এতে উল্লেখ করা হয়।