ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) এখানে দেয়া হলো। । বিশ্বকাপ ফুটবল ২০২২-এর ২২তম আসর শুরু হয়েছে ৩২ দল নিয়ে। এখন নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ১৬টি দল। আর জার্মানিসহ বাকি ১৬ দল ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। মাঝে কোনও বিরতি না রেখেই ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে Qatar world cup football 2022 knockout পর্বের খেলা। knockout পর্বে প্রতিটি ম্যাচেই প্রতিটি দলের ভাগ্য নির্ধারিত হবে, জিতলে পরের ধাপে আর হারলে বিশ্বকাপ থেকে বিদায়।