ফ্রি ফেসবুক চালানোর উপায় নিয়ে অনেকেই বিস্তারিত জানতে চান। বেসিক ফেসবুক সেবা নামে ফ্রি ফেসবুক চালানোর ফিচার কয়েক বছর আগেই চালু হয়েছিল । ইন্টারনেট ডাটা বা এমবি শেষ হলে টেক্সট অনলি ফেসবুক ও মেসেঞ্জার চালানোর সুবিধা সম্প্রতি চালু করেছে বাংলাদেশের মোবাইল অপারেটররা।
ফ্রি ফেসবুক চালানো যায় যেসব মোবাইল অপারেটরে : | Grameenphone (GP), Airtel, Robi, Banglalink |
ইন্টারনেট ছাড়া টেক্সট অনলি ফেসবুক চালানো যায় যেসব অপারেটরে : | Grameenphone (GP), Airtel, Robi, Banglalink |
ইন্টারনেট কিংবা ডাটা অন (অন করলেও ডাটা খরচ হবে না) করে ব্রাউজার অ্যাপে গিয়ে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে https://free.facebook.com
ইন্টারনেট ছাড়াই মোবাইলে ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার করা যাবে। ইন্টারনেট ব্যালান্স শেষ হয়ে গেলেও গ্রাহকরা ফেসবুক-মেসেঞ্জারে লিখিত বার্তা পাঠাতে বা পড়তে পারবে। তবে ছবি বা ভিডিও দেখা বা আপলোড করা যাবে না।
১১ নভেম্বর ২০২১ তারিখে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই সেবা গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক এই সেবা চালু করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এর আগে মোবাইল ফোন অপারেটররা তাদের গ্রাহকদের জন্য ফ্রি ফেসবুক সেবা চালু করেছিল। মোবাইল অপারেটর রবি ২০১৫ সালে এই সেবা চালু করে। গ্রামীণফোন ১১০ টাকায় ১৭৫ মিনিট টক টাইমের সঙ্গে এক গিগাবাইট ফেসবুক ডাটা বিনা মূল্যে দিত। বিটিআরসির নির্দেশে ২০২০ সালের ১৫ জুলাই ওই সেবা বন্ধ করা হয়। সে সময় গ্রামীণফোন জানায়, ১১০ টাকায় ১৭৫ মিনিটের সঙ্গে এক গিগাবাইট ফেসবুক ডাটা বিনা মূল্যে ছিল।
এ ছাড়া সে সময় রবির পক্ষ থেকে বলা হয়, ‘ফেসবুকসংক্রান্ত যাবতীয় ফ্রি অফার বন্ধে যে নির্দেশনা বিটিআরসি দিয়েছে, আমরা মনে করি তা অবশ্যম্ভাবী ছিল। কারণ ২০২০-২১ অর্থবছরের বাজেটের নির্দেশনা অনুসারে, একটি কম্পানির প্রমোশনাল ব্যয়ের পরিমাণ তার মোট আয়ের ০.৫ শতাংশের বেশি হতে পারবে না। এই নির্দেশনা অনুসারে ফ্রি অফারকেন্দ্রিক কোনো ব্যয় নির্বাহ করা আমাদের মতো কম্পানির জন্য স্বাভাবিকভাবেই কঠিন।’ গতকাল সাংবাদিকদের পক্ষ থেকে গত বছর ‘ফ্রি ফেসবুক’ বন্ধের বিষয়টি জানতে চাইলে কোনো জবাব মেলেনি। অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের জন্য মেটার (ফেসবুক) সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার সেবার উন্মোচন করা হয়। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মেটা ও অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘ডিসকভার’ হচ্ছে একটি মোবাইল অ্যাপ এবং ওয়েব ব্রাউজার। এর মাধ্যমে গ্রাহক কোনো চার্জ ছাড়াই ইন্টারনেটে প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত টেক্সট ব্রাউজ করতে পারবেন। তবে গ্রামীণফোন গ্রাহকরা ডাটা কিনে ইন্টারনেটে ছবি এবং ভিডিও দেখতে পারবেন।
ইন্টারনেটে কম কানেক্টেড থাকা মানুষেরা ডিসকভার-এর মাধ্যমে সবসময় কানেক্টেড থাকতে পারবেন।
কোভিড লকডাউনে মানুষের চলাফেরা সীমিত হয়ে যাওয়ায় নিয়মিত মোবাইল রিচার্জ করা কঠিন হয়ে যায়। তাই স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছানোর জন্য অফারটি খুবই জরুরি। এছাড়া, শিক্ষার্থীরা এর সাহায্যে জাতীয় পরীক্ষার প্রস্তুতি, স্কুল নোটিশসহ অন্যান্য টেক্সট ভিত্তিক ইনফরমেশন পাবে।
‘ডিসকভার’ এবং টেক্সট অনলি ফেসবুক গ্রাহকদের শিক্ষা সংক্রান্ত কাজ, স্বাস্থ্য তথ্য বা বিভিন্ন কাজের সাথে কানেক্টেড রাখার জন্য সার্ভিসটি বেশ সুবিধাজনক। ডিজিটাল সংযোগহীন গ্রাহকদেরকে এই সার্ভিসের আওতায় এনে সরকারের ডিজিটাল কানেক্টিভিটিকে সাহায্য করতে পারবো বলে আশা রাখি। বাংলাদেশ সরকারের সবার জন্য সাশ্রয়ী সংযোগ লক্ষ্য বাস্তবায়নে এই সেবা ভূমিকা রাখবে। এটি একটি স্থায়ী অফার এবং টেবিল এ বাকি অফারগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে।
অফারের নাম | অফার সামারি |
ডিসকভার | মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজারটির মাধ্যমে গ্রাহক কোনো চার্জ ছাড়াই ইন্টারনেটে প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত টেক্সট ব্রাউজ করতে পারবেন। |
টেক্সট অনলি ফেসবুক এবং মেসেঞ্জার | নতুন এবং বর্তমান গ্রাহকরা ডাটা শেষ হয়ে গেলে কোনো চার্জ ছাড়াই টেক্সট ফরম্যাটে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। |