এবার রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকার রামপুরা বাজারের সামনে অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈন উদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত মাঈন উদ্দিন একরামুন্নেসা বিদ্যালয়ের শিক্ষার্থী ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে দিয়ে অন্তত ৯টি গাড়িতে আগুন দিয়েছে।
ঘাতক বাসের ড্রাইভারকে উত্তেজিত জনতা মারধর করার পর আহত অবস্থায় তাকে আটক করা হয়। এদিকে, বাসটির হেলপারকেও আটক করেছে পুলিশ।
উত্তেজিত জনতা কয়েক ঘণ্টার জন্য রামপুরা সড়ক বন্ধ করে দেয়। বাসে আগুন দেয়ার ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এর আগে, একই দিন দুপুরে রাইদা পরিহন থেকে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর রামপুরা বিটিভি ভবনের সামনের সড়কে রাইদা পরিবহনের অন্তত ১৫টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা ও বাসে হাফ পাসের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।