অফ-টপিক

বিসিএস ক্যাডারের ব্লাড ক্যান্সার, দরকার ৮০ লাখ

৩৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত মো. শাহাদাত হোসেনের ব্লাড ক্যান্সার (একিউট লিউকেমিয়া AML M4) ধরা পড়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন।

মো. শাহাদাত হোসেনের গ্রামের বাড়ী রংপুর সদর উপজেলার দক্ষিন মোমিনপুরে। ৩ ভাই-বোনের মধ্যে শাহাদাত সবার বড়। বাকি দুই বোনের একজন বিয়ে করে সংসার করছে আরেকজন এইচএসসি পরীক্ষার্থী। বাবা মোঃ আনোয়ারুল হক একসময় ভ্যান চালিয়ে সন্তানের পড়াশোনা করিয়েছেন।

শাহাদাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের শিক্ষার্থী হিসাবে দর্শন বিভাগ হতে ২০১৪ সালে পাশ করে ৩৭তম বিসিএসের মাধ্যমে চাকরিতে যোগদান করেন। ছাত্রজীবনে টিউশনির টাকায় নিজে পড়াশোনার পাশাপাশি সংসার সামলেছেন এবং দুই বোনকে পড়াশোনা করিয়েছেন। কিন্তু পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তি।

শাহাদাতের চিকিৎসার জন্য প্রায় ৮০ লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু এই টাকা যোগাড় করার সাধ্য নেই তার অস্বচ্ছল পরিবারের।

যারা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তারা সহকারী পুলিশ সুপার দিদার নূরের এই ফেইসবুক পোস্টে দরকারি তথ্য ও বিকাশ/অ্যাকাউন্ট নম্বর পাবেন-
https://www.facebook.com/didar.nur/posts/4381181395234024

এডু ডেইলি ২৪