ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের নিয়োগ সংক্রান্ত একাধিক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ব্র্যাক-এ ঋণ কর্মকর্তা (প্রগতি) দে নিয়োগ দেয়া হবে।
ঋণ কর্মকর্তারা মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন ও ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করেন।
স্নাতকোত্তর পাশ এবং শিক্ষা জীবনের একটি পরীক্ষায় ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।
বেতনের পাশাপাশি উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা ও অন্যান্য।
ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে।
বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। প্রায় ৩০,০০০ কর্মীর মাধ্যমে ২,৬০০ শাখায় ৬৫ লক্ষেরও বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্রঋণ দিয়ে যাচ্ছে ব্র্যাক।