ভিকারুননিসা স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি-২০২১


master ডিসেম্বর ১৫, ২০২০, ১১:০৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন
ভিকারুননিসা স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি-২০২১

রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব শাখার ক্ষেত্রেই আবেদন করতে হবে অনলাইনে।

সর্বশেষ তথ্য >>> ভিকারুননিসার ভর্তি লটারি ১০-১২ জানুয়ারি ২০২১ : https://edudaily24.com/27628

অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।

আবেদনপত্র ও ফরম www.vnsc.edu.bd ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত সংখ্যক ছাত্রী নির্বাচন করা হবে।

উল্লিখিত ওয়েবসাইটে গেলেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভর্তির বিজ্ঞপ্তি-২০২১ পাওয়া যাবে।

একজন শিক্ষার্থী বাংলা কিংবা ইংরেজি সংস্করণের যেকোনো একটি শাখার একটি শিফটের (প্রভাতি বা দিবা) জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য, কেবল বেইলি রোডের মূল শাখায় ইংরেজি সংস্করণ চালু আছে।

যেসব ছাত্রীর জন্ম ২০১৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে, শুধু তারাই আবেদন করতে পারবে। জন্মনিবন্ধনের সত্যায়িত কপি আবেদন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

viqrunnisa school admission circular-2021 : Class 1 admission
ভিকারুননিসা স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

আরো স্কুল ভর্তি বিজ্ঞপ্তি >>
মতিঝিল মডেল স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি-২০২১
– আইডিয়াল স্কুলে ভর্তি ২৩-৩০ ডিসেম্বর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App