চাকরির খবর

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ৫ জানুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ৩টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম : রিজিওনাল সেলস ম্যানেজার (RSM)
যোগ্যতা : স্নাতক ও ৮ বছরের কাজের অভিজ্ঞতা। এর মধ্যে টয়লেট্রিস কোম্পানিতে ২-৩ বছরের নেতৃস্থানীয় পদে কাজের অভিজ্ঞতা। বয়স ৪৫ বছরের মধ্যে।

২. পদের নাম : টেরিটরি সেলস ম্যানেজার (TSM) / এরিয়া সেলস ম্যানেজার (ASM)
যোগ্যতা : স্নাতক ও টয়লেট্রিস কোম্পানিতে টিম সুপারভিশন হিসেবে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে।

৩. পদের নাম : সেলস অফিসার
যোগ্যতা : এইচএসসি কিংবা সমমান। টয়লেট্রিস কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ বছরের মধ্যে।

রিজিওনাল সেলস ম্যানেজার (RSM)টেরিটরি সেলস ম্যানেজার (TSM) / এরিয়া সেলস ম্যানেজার (ASM) পদের প্রার্থীদের সিভি ও কভার লেটার সহ ইমেইলের (hrm.ministerhc@gmail.com) মাধ্যমে কিংবা ডাকযোগে আবেদন করতে হবে।

সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার পদের কর্মী নিয়োগ দেওয়া হবে। সাক্ষাৎকারের সময় সিভি ও পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে আনতে হবে ।
সাক্ষাৎকারের তারিখ : সাক্ষাৎকার নেওয়া হবে (বিজ্ঞপ্তি প্রকাশের পর) প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান: মিনিস্টার মেগা শোরুম, ১১২ এয়ারপোর্ট রোড, বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা।

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফোন নম্বরে কল করেও দরকারি তথ্য জানতে পারবেন।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি / Minister Myone Job Circular 2021 :

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি / Minister Myone Job Circular 2021
এডু ডেইলি ২৪