বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Rate this post

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। নতুন বছর অর্থাৎ ২০২২ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের স্কুল শাখা (পিলখানা, ঢাকা)।

বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে ১ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণিতে। ইংরেজি মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে ১ম, ৮ম ও ৯ম শ্রেণিতে। স্কুলের মোট ২টি শিফট : প্রভাতি ও দিবা।

১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৬ বছর হতে হবে।

ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে ৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত তথ্য পরবর্তীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আবেদন ফি (সার্ভিস চার্জ সহ) মোট : ২৩০ টাকা

Birshreshtha munshi abdur rouf school admission circular 2022

Birshreshtha munshi abdur rouf school admission circular 2022
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল ভর্তি নোটিশ ২০২২

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *