৩,০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (৪ জুন ২০২০, বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। খুব দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে বলে জানা গেছে।
অনুমোদিত এই ৩,০০০ পদের মধ্যে ১,২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১); ১,৬৫০ জন মেডিকেল টেকনেশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও ভালো ও দ্রুত সেবা পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে বলেন, প্রক্রিয়া চলছে, এখন জনবল নেওয়া হবে।
এর আগে, জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাকি দুই হাজার ৮১৭ জনকে স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে।