২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৪২তম ব্যাচে মেরিন ফিশারিজ একাডেমি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ এই কোর্সে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়েই আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করতে হবে http://www.mfacademy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ৩১ মে ২০২১ তারিখের মধ্যে।
১. এসএসসি (বিজ্ঞান) বা ও-লেভেল (জীববিদ্যা ও রসায়ন সহ) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০।
২. এইচএসসি (বিজ্ঞান) বা এ-লেভেল (জীববিদ্যা ও রসায়ন সহ) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০।
৩. এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই জীববিদ্যায় সি-গ্রেড থাকতে হবে।
আবেদনের সময়সীমা | ৪ এপ্রিল থেকে ৩১ মে ২০২১ তারিখ পর্যন্ত। |
বয়স | সর্বোচ্চ ২১ বছর (৩১ ডিসেম্বর ২০২১ তারিখে) |
সর্বনিম্ন উচ্চতা | পুরুষ ১৬২.৫ সে.মি. / মহিলা ১৫৫ সে.মি. |
দৃষ্টি শক্তি | ৬/১২। * মহিলাদের প্রার্থীদের জন্য শিথিলযোগ্য |
সাঁতার | সাঁতার পরীক্ষায় পাস হতে হবে (পুরুষদের জন্য প্রযোজ্য) |
আবেদন ফি | ৬৫০ টাকা |
ভর্তি পরীক্ষা পদ্ধতি | এমসিকিউ, ৪ বিষয়ে ২০০ নম্বর, ২ ঘণ্টা |
মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি ২০২১ – Marin Fisheries Academy Admission 2021 :