বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত পয়েন্টসম্যান পদে জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি ১৪ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস হলেই আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । আবেদন করতে হবে ২৮ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে।
প্রতিষ্ঠানের নাম : | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম : | পয়েন্টসম্যান |
পদের সংখ্যা : | ৭৬২টি |
বয়স : | ১৮-৩০ বছর |
যোগ্যতা : | এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। |
বেতন স্কেল : | ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) |
আবেদনের সময়সীমা : | ২৩ নভেম্বর ২০২১ থেকে ২৮ ডিসেম্বর ২০২১ |
আবেদনের লিংক : | http://br.teletalk.com.bd |
পাবনা ও লালমনিরহাট জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ের পোষ্য কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
যে সকল প্রার্থীর বয়স ১৫ নভেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর শেষ হয়েছে তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিস্তারিত জেনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ২৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
⇒ নিয়োগ বিধি অনুযায়ী পয়েন্টম্যান পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
⇒ আবেদনে কোন প্রকার অসত্য তথ্য বা কোন কিছু গোপন করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
⇒ লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
⇒ মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
অনলাইনের সময় যা লাগবে :
⇒ আবেদন সময় সদ্য তোলা রঙ্গিন ছবি ২ কপি ৩০০× ৩০০ পিক্সেল ও
⇒ স্বাক্ষর ৩০০× ৮০ পিক্সেল সাইজের প্রদান করতে হবে।
⇒ আবেদন শেষে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম হতে ১৬২২২ তে ৫৬ টাকা পাঠিয়ে আবেদন কনফার্ম করতে হবে।
⇒ ৭২ ঘন্টার মধ্যে টাকা কনফার্ম না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আরো পড়ুন >>