অনার্স ফলের ভিত্তিতে সরকারি বৃত্তি পাবে ৪,৩৫৭ শিক্ষার্থী

Rate this post

অনার্স ফলের ভিত্তিতে ৪,৩৫৭ শিক্ষার্থী পাবে সরকারি বৃত্তি । বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৩২ জনকে মেধাবৃত্তি ও ৪,২২৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

২০১৯-২০ অর্থবছরে ৭ বিশ্ববিদ্যালয়ের বৃত্তির কোটা বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শুধুমাত্র এই ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনার্স পরীক্ষার ফলের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১,৯৭৫ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৮৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ জনকে মেধাবৃত্তি ও ৫৬২ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ জন জনকে মেধাবৃত্তি ও ২৮১ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১৪১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১৪১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ জনকে মেধাবৃত্তি ও ১৪১ জনকে সাধারণ বৃত্তি দেবে সরকার।

বৃত্তির টাকার পরিমান : মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ১,১২৫ টাকা আর বার্ষিক ১,৮০০ টাকা করে দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৪৫০ টাকা ও বার্ষিক ৯০০ টাকা করে দেওয়া হবে। এক বছর তারা এই বৃত্তির সুবিধা পাবেন।

২৯ মার্চ ২০২০ তারিখের মধ্যে অনার্স পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *