সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার (২০২২-২০২৩ অর্থবছরের ১ম ধাপ) প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)।
সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল (পুরুষ) নিয়োগ দেবে আনসার ভিডিপি । উল্লেখ্য, অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাধারণ আনসার পদে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের (http://ansarvdp.gov.bd) মাধ্যমে ১৯ জুন থেকে ২৫ জুন ২০২২ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে।
সাধারণ আনসার পদে চাকরি
প্রতিষ্ঠান/সংস্থার নাম : | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম : | সাধারণ আনসার |
আবেদনের যোগ্যতা : | ন্যূনতম জেএসসি বা সমমান |
আবেদনের তারিখ : | ১৯ জুন থেকে ২৫ জুন ২০২২ |
প্রার্থীর ধরন : | পুরুষ |
বেতন ও ভাতা : | ১৬,২০০ টাকা (সমতল), ১৭,৪০০ টাকা (পার্বত্য), প্রতি বছর ৯৭৫০ টাকা করে ২টি উৎসব ভাতা। |
অনলাইনে আবেদনের লিংক : | http://ansarvdp.gov.bd |
সাধারণ আনসার পদে আবেদনের যোগ্যতা
- ১। ন্যূনতম জেএসসি বা সমমান পাশ হতে হবে।
- ২। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
- ৩। বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি হতে হবে।
- ৪। দৃষ্টি শক্তি ৬/৬।
- ৫। বয়সসীমা : ১৮-৩০ বছর। ১৯-৬-২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও ২৫-৬-২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
সাধারণ আনসার পদে আবেদনের তারিখ, ফি ও লিংক
- অনলাইনে আবেদন করার লিংক : http://ansarvdp.gov.bd
- আবেদন ফি : ২০০ টাকা (বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে)
- আবেদনের শেষ তারিখ : ২৫ জুন ২০২২
সাধারণ আনসার পদের বেতন ও সুযোগ সবিধা
- প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৩০৫০ টাকা, পার্বত্য এলাকায় ১৪২০০ টাকা।
- প্রতি বছর উৎসব ভাতা (৯৭৫০ টাকা) পাওয়া যাবে ২ বার।
- রেশন ও আর্থিক সহায়তা।
আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষা
দেশের ৪টি রেঞ্জের (রংপুর, বরিশাল, রাজশাহী, কুমিল্লা) অধীনে ২৮টি জেলার নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আনসার ভিডিপি নিয়োগ ২০২২ ৬ষ্ঠ ধাপের সার্কুলার – Ansar VDP job circular 2021

General ansar job circular 2022 pdf download link : http://ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/a2034593_3345_418f_8d1c_96d9ae9b927a/2022-06-18-10-12-8143629537a9c2e514edbff863d858fc.pdf
উল্লেখ্য, এর আগে গত মে (২০২২) মাসে ২০২১-২০২২ অর্থ বছরের শেষ ধাপ অর্থাৎ ৬ষ্ঠ ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
আমি চাকরি করতে চাই আমার উচ্চতা হলো 5ফিট4ইন্ঝি
তোমার হবে না
আমার বয়স ৩২বছর আমি কি আনসারের চাকুরী করতে পারব??
তোমার হবে না
আমি এইচ এস সি পাশ
আমি বরিশাল বিভাগের লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের
২ য় দাপ কবে শুরু হবে প্লিজ কে জানলে বলেন
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল দেওয়া হোক
সাধারন আনসার
আমি করবো
তথা ক্রমে আমি যোগ দিলাম
আমার সব কিছু ঠিক আছে কিন্তু আইডি কার্ড নেই
আবেদন কি করতে পারবো ভাই
আমি করব 5ফিট 8ইঞ্চি
যোগ্যতা ডিপ্লোমা in civil engineering
আমি
hsc পাশ আমি ৫-৪”
Is it Short syllabus or full syllabus????
আমার উচ্চতা ৫ফুট ২ইঞ্চি
আমি জয়েন করতে পারব ক?
আমার নাম মোঃ রাসেল রানা
আমি এস এস সি পাশ
বয়স ১৮+
উচ্চতা ৫.৬”
আমার একটা চাকরি খুবই প্রয়োজন
আমি চাকরি করব
Hight.5 fight11 inceh..ssc te.2.56 amr ki hobe
আমি চাকরি করতে চাই
আমার বয়স ১৮
এস এস সি পাশ