সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার ২য় ধাপ (২০২২-২০২৩ অর্থ বছরের ২য় ধাপ) প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)। সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল (পুরুষ) নিয়োগ দেবে আনসার ভিডিপি । উল্লেখ্য, অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনলাইনে (http://ansarvdp.gov.bd) আবেদনের তারিখ ৬ নভেম্বর ২০২২ রাত ১২টা থেকে ১৪ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টা। উল্লেখ্য, সর্বশেষ নোটিশে আবেদনের সময়সীমা ১৪ নভেম্বর ২০২২ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠান/সংস্থার নাম : | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম : | সাধারণ আনসার |
আবেদনের যোগ্যতা : | ন্যূনতম জেএসসি বা সমমান |
আবেদনের তারিখ : | ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২২ |
প্রার্থীর ধরন : | পুরুষ |
বেতন ও ভাতা : | ১৬,২০০ টাকা (সমতল), ১৭,৪০০ টাকা (পার্বত্য), প্রতি বছর ৯৭৫০ টাকা করে ২টি উৎসব ভাতা। |
অনলাইনে আবেদনের লিংক : | http://ansarvdp.gov.bd |
দেশের ৪টি রেঞ্জের (রংপুর, বরিশাল, রাজশাহী, কুমিল্লা) অধীনে ২৮টি জেলার নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
General ansar job circular 2022 (2nd step) pdf download link : http://ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/8ef86650_9c3e_4b32_a77f_30057ea501b9/2022-11-04-11-55-e609936e922548b870b0c0b74332d178.pdf
উল্লেখ্য, এর আগে গত জুন (২০২২) মাসে ২০২১-২০২২ অর্থ বছরের ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
আরো পড়ুন : উপজেলা প্রশিক্ষক সহ মোট ৩৫৬ পদে চাকরির সুযোগ আনসার ভিডিপি-তে