ভর্তি তথ্য

হাজী দানেশ : ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৫ অক্টোবর থেকে, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
টেলিটক সংযোগ থেকে আবেদন করতে হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে। আবেদন ফি ৫০০ টাকা। নতুন শিক্ষাবর্ষে ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১২/২০১৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১০ এর আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি’তে মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে হলে আবেদন করা যাবে না।
এসএমএসে আবেদনের নিয়ম :
HSTU<স্পেস>এইচএসসি বোর্ড<স্পেস>এইচএসসি রোল<স্পেস>এইচএসসি পাশের সন<স্পেস>এসএসসি বোর্ড<স্পেস>এসএসসি রোল<স্পেস>এসএসসি পাশের সন<স্পেস>ইউনিট লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : HSTU DIN 123456 2013 DIN 234567 2011 A
এসএমএস পাঠানোর পর একটি ফিরতি এসএমএস আসবে আবেদনকারীর মোবাইলে। সেখানে একটি পিন নাম্বার থাকবে। এসএমএস’টি পাওযার পর আবেদনকারীকে একটি ফিরতি এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এসএমএস পাঠাতে- HSTU<স্পেস>YES<স্পেস>PIN NUMBER<স্পেস>গ্রাহকের মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.hstu.ac.bd

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page