সুবিধাবঞ্চিতদের জন্য হ্যান্ড রাব বানালো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির শিক্ষার্থীরা

Rate this post

সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হ্যান্ড রাব বানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

সম্প্রতি মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাস (কোভিড-১৯ বা নভেল করোনা) এখন বাংলাদেশেও বিস্তার শুরু করেছে। করোনা ভাইরাসের এই সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) একটি গাইডলাইন দিয়েছে। তার মধ্যে একটি হলো কিছুক্ষণ পরপর সাবান, হ্যান্ডরাব বা জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করা। ফলে বাজারে এখন হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বেশি, দামও চড়া। ফলে সুবিধাবঞ্চিত মানুষজন ঠিকমতো হ্যান্ডরাব পাচ্ছে না।

সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফার্মা সোসাইটির উদ্যোগে তাদের নিজস্ব ল্যাবরেটরিতে বানানো হচ্ছে হ্যান্ড রাব (জীবাণুনাশক)। গতকাল প্রথম ব্যাচে ৪০০ বোতল উৎপাদন করেন তারা। আরও উৎপাদন প্রক্রিয়ারত অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়াপার্সন অধ্যাপক ড. ইভা রহমান কবিরের নেতৃত্বে হ্যান্ড রাব উৎপাদনে কাজ করেছেন ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় ব্যাচে উৎপাদন শেষে সুবিধাবঞ্চিত মানুষদেরকে বিনামূল্যে বিতরন করা হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *