চাকরির খবর

৩৯তম বিসিএস-এর ৪,৪৪৩ চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৩৯তম বিসিএসের মাধ্যমে ৪,৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ ১৯ নভেম্বর ২০১৯ (মঙ্গলবার) প্রকাশিত এই প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে আগামী ৮ ডিসেম্বর যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনে সহকারী সার্জন পদে ৪,২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এই নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের (২০১৮) ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়, এতে ৩৭,৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩,৭৫০ জন চিকিৎসক। এরমধ্যে সহকারী সার্জন পদে ১৩,২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে পাস করেন।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page