ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে ১৫ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।
ঢাবি অধিভুক্ত ঢাকার সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এই ৩ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
চলতি বছর আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফী দেওয়া যাবে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে ৫টি ধাপে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক সম্মান (অনার্স) ভর্তির আগষ্ট মাসে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ :
ইউনিট | পরীক্ষার তারিখ |
বিজ্ঞান | ১২ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
বানিজ্য | ১৯ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
কলা ও সামাজিক বিজ্ঞান | ২৬ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
প্রসঙ্গত, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও শিক্ষার মান উন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
অধিভুক্তির পর থেকে এই ৭টি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখাশোনা করছে। বর্তমানে এই সাতটি কলেজে শিক্ষার্থীর সংখ্যা আড়াই লক্ষাধিক।
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
লিখিত পরীক্ষা | ১০০ নম্বর |
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ২০ নম্বর |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না ) |
নেগেটিভ মার্কিং | নেই |
ভর্তি পরীক্ষার স্থান : | ঢাকার বিভিন্ন কেন্দ্র |
বিষয় | তারিখ ও সময় | প্রক্রিয়া |
---|---|---|
আবেদন শুরু (প্রযুক্তি ইউনিট) | 15 July 2022 03:00 PM | শুরু হয়েছে |
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (প্রযুক্তি ইউনিট) | 8 August 2022 11:59 PM | — |
পরীক্ষার সময় (প্রযুক্তি ইউনিট) | 2 September 2022 10:00 AM to 2 September 2022 11:30 AM | — |
আবেদন শুরু (বিজ্ঞান ইউনিট) | 15 July 2022 03:00 PM | শুরু হয়েছে |
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (বিজ্ঞান ইউনিট) | 31 July 2022 11:59 PM | — |
পরীক্ষার সময় (বিজ্ঞান ইউনিট) | 12 August 2022 11:00 AM to 12 August 2022 12:00 PM | — |
আবেদন শুরু (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট) | 15 July 2022 03:00 PM | শুরু হয়েছে |
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট) | 31 July 2022 11:59 PM | — |
পরীক্ষার সময় (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট) | 19 August 2022 11:00 AM to 19 August 2022 12:00 PM | — |
আবেদন শুরু (বাণিজ্য ইউনিট) | 15 July 2022 03:00 PM | শুরু হয়েছে |
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (বাণিজ্য ইউনিট) | 31 July 2022 11:59 PM | — |
পরীক্ষার সময় (বাণিজ্য ইউনিট) | 26 August 2022 11:00 AM to 26 August 2022 12:00 PM | — |
অনলাইনে আবেদন করতে হবে এই লিংক থেকে : https://collegeadmission.eis.du.ac.bd
আবেদন প্রক্রিয়ার নির্ধারিত সময়ে এই লিংকে আবেদন সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এই দুই ওয়েবসাইটে : https://collegeadmission.eis.du.ac.bd ও https://7college.du.ac.bd ।