জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (২০১১-২০১২ শিক্ষাবর্ষ ) ১ম বর্ষে ভর্তির সময় বাড়লো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২য় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা এবং ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তনধারী শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সুযোগ পাবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে, তারা ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে বিষয় পরিবর্তন করতে পারবে। ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তনের ফলাফল এবং তৃতীয় মেধা তালিকা ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission2011.org.bd) থেকে আবেদন ফরম পূরন করে ভর্তি ফিসহ জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে।