রাজউক উত্তরা মডেল কলেজ (ভর্তি বিজ্ঞপ্তি)
সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ৮৯১৮১৯৬, ৮৯৫৪৬৭৬, ৮৯১২৭৮০-১১৫, ফ্যাক্স: +৮৮-০২-৮৯১৮১৯৬
ওয়েবসাইট: www.rajukcollege.info, ই-মেইল: ramc1994@gmail.com
EIIN NO: 108573
একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি-২০১২
১। এ কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির পর শুন্য আসনে সরকারী নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। মোট আসন সংখ্যা ও ভর্তির বিস্তারিত নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য www.rajukcollege.info ওয়েবসাইট এবং কলেজ নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
২। কলেজে একাদশ শ্রেণীতে বাংলা মাধ্যম প্রভাতী ও দিবা শিফটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ইংরেজী মাধ্যম প্রভাতী শিফটে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীরা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে, তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০.০০ (একশত বিশ) টাকা কেটে নেওয়া হবে।
৩। আবেদনের যোগ্যতা: (ক) বিজ্ঞান: জিপিএ-৫.০০ (খ) ব্যবসায় শিক্ষা: জিপিএ-৪.৫০ (গ) মানবিক: জিপিএ-৩.৭৫
৪। উল্লেখ্য যে, এ কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীকে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে।
৫। আবেদনের নিয়ম: টেলিটক প্রি-পেইড মোবাইলের message অপশনে গিয়ে CAD<space>108573<space> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞানের জন্য- S, মানবিকের জন্য-H, ব্যবসায় শিক্ষার জন্য-B) <space> যে বোর্ড থেকে পাশ করেছে তার নামের প্রথম তিন অক্ষর<space> রোল নম্বর <space> পাসের সন<space>শিফটের নাম (প্রভাতীর জন্য M, দিবার জন্য D) <space> ভার্সন (বাংলা ভার্সনের জন্য B, ইংরেজি ভার্সনের জন্য E) <space> কোটার নাম (মুক্তিযোদ্ধার জন্য FQ, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তরসমূহ, এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য/শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য EQ, কোটার আওতাধীন না হলে কোন কোটার অপশনে কিছু লিখার প্রয়োজন নেই) লিখে 16222 নম্বরে send করতে হবে। টেলিটক থেকে ফিরতি SMS এর মাধ্যমে পরবর্তী করণীয় সম্পর্কে জানা যাবে।
উদাহরণ: CAD 108573 S DHA 123456 2012 M B FQ
৬। এসএমএস এর মাধ্যমে আবেদন করার সময়: ১২/০৫/১২ থেকে ০৬/০৬/১২ তারিখ পর্যন্ত।
৭। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তনকারী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ: ১৪/০৬/২০১২ তারিখ পর্যন্ত।
৮। ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৭জুন ২০১২ তারিখ।