জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৭ জানুয়ারি ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তনের অনুষ্ঠান হবে। আজ বুধবার ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য হারুন-অর-রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, সমাবর্তনে ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। মোট ৪,৯৩২ জন সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সমাবর্তনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বক্তৃতা দিবেন।
সমাবর্তনে অংশগ্রহণকারীরা ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় থেকে সমাবর্তনের গাউন সংগ্রহ করতে পারবেন।