অন্যান্য

জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীর ফল যেভাবে জানা যাবে

২০১৮ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রতি বছরের মতো এবারও ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে।

২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ (সোমবার) দুপুর ২টা থেকে জেএসসি ও জেডিসির ফলাফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে; আর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফল জানা যাবে http://result.dpe.gov.bd অথবা, http://dperesult.teletalk.com.bd অথবা,http://180.211.137.51:5839 ওয়েবসাইটে।

এছাড়া যেকোনো মোবাইল থেকে নির্ধারিত নিয়মে এসএমএস করেও এসব পরীক্ষার ফল পাওয়া যাবে।

JSC/JDC/DPE/EBT ফলাফল এসএমএস-এ যেভাবে :

# JSC রেজাল্ট জানতে:
টাইপ করুন JSC<স্পেস>বোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল<স্পেস>2018 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: JSC DHA 123456 2018 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে

# JDC রেজাল্ট জানতে:
টাইপ করুন JDC<স্পেস>MAD<স্পেস>রোল<স্পেস>2018 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: JDC MAD 123456 2018 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে

# প্রাথমিক শিক্ষা সামপনী / DPE রেজাল্ট জানতে:
টাইপ করুন DPE<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: DPE 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে

# ইবতেদায়ি শিক্ষা সামপনী / EBT রেজাল্ট জানতে:
টাইপ করুন EBT<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: EBT 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে

jsc jdc psc pec ebt result

# ২০১৮ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় পাশের হার ৮৫.৮৩

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page