শিক্ষা বার্তা

নতুন বছরে নতুন বই

নতুন বছরের প্রথম দিনই নতুন বই পেলো সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। ‌১ জানুয়ারি তারিখে প্রতিবারের মতো অনুষ্ঠিত হলো পাঠ্য বই বিতরণ উৎসব-২০২০। সকাল থেকেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২০ সালে প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংসদ শিরিন আক্তার, নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব কার্যক্রমের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page