ইসলাম ও নৈতিক শিক্ষা

ইফতার ও সেহরীর সময়সূচী ২০২১

Rate this post

পবিত্র রমজান মাসের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২১ অর্থাৎ রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ১৪৪২ হিজরি সালের রমজান মাস শুরু হবে ১৪ এপ্রিল ২০২১। সে হিসেবে ১৩ এপ্রিল (মঙ্গলবার) রাত থেকে তারাবিহ শুরু হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যসহ অনেক দেশেই ১৩ এপ্রিল ২০২১ থেকে রমজান শুরু হয়েছে।

>> রোজার নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
বাংলায় রোজার নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

>> ইফতারের দোয়া : ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ুন, এরপর ইফতার করুন।

ইফতারের দোয়ার আরবি উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ইফতারের দোয়ার বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

রমজান মাসের ইফতার ও সাহরীর ক্যালেন্ডার ২০২১ – Iftar & Sahrir Calendar 2021 :

রমজান মাসের ইফতার ও সাহরীর ক্যালেন্ডার ২০২১ - Iftar & Sahrir Calendar 2021 - Bangladesh
Ramadan Calendar 2021 – Bangladesh

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *