বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ দেয়া হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০তম থেকে ২০তম গ্রেডের অসামরিক স্থায়ী-অস্থায়ী পদে ৬২ ক্যাটাগরির পদে বহু সংখ্যক প্রার্থী চাকরির সুযোগ পাবেন। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে ইউএসএম পদে (১৪০ জন)।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় (পৃষ্ঠা ৭) ৬ জানুয়ারি ২০২১ তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি ২০২১
আবেদন পাঠানোর ঠিকানা, আবেদন ফরম ও বিস্তারিত জানা যাবে www.army.mil.bd ওয়েবসাইটে অথবা https://www.army.mil.bd/Job-Circulation-List লিংকে।
>> এছাড়া একই দিন বেসামরিক / অসামরিক পদে পৃথক আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দুই বিজ্ঞপ্তি মিলিয়ে মোট ৮৪০টি পদে নিয়োগ দেয়া হবে। দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে পাওয়া যাবে এই লিংকে (৩৭ পৃষ্ঠা, pdf ফাইল) : https://www.army.mil.bd/UserFile/LatestJobCirculation/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14p.pdf
আরো জানতে ক্লিক করুন >> সেনাবাহিনীতে অসামরিক ৮৪০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ ২০২১ / Bangladesh Army Civil Job Circular 2021 :
