চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩


master আগস্ট ২১, ২০২৩, ৩:০৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৫ অপরাহ্ন
চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩

চট্টগ্রাম বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩ [New HSC routine 2023] প্রকাশিত হয়েছে। নতুন রুটিন অনুযায়ী এই ৩ বোর্ডের ৪টি বিষয়ের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। অন্যান্য বিষয়ের এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত রুটিন বা সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

১৩ আগস্ট ২০২৩ তারিখে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩ / ৪ বিষয়ের নতুন তারিখ

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ১ অক্টোবর ২০২৩, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর ২০২৩ এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৫ অক্টোবর ২০২৩ নেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা ১৭, ১৯, ২১, ২৪শে সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা ৭, ১০, ১২ ও ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

পূর্ব নির্ধারিত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ ঢাকা বোর্ড - রাজশাহী বোর্ড - যশোর বোর্ড - কুমিল্লা বোর্ড - চট্টগ্রাম বোর্ড - বরিশাল বোর্ড - সিলেট বোর্ড - দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড - HSC routine 2023 PDF
পূর্ব নির্ধারিত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ – HSC routine 2023 PDF

এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। 

এইচএসসি পরীক্ষার সংক্রান্ত নির্দেশনা ২০২৩

( এইচএসসি পরীক্ষার নোটিশ ২০২৩ )

সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে হবে।

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। ৩০ নম্বররের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

  • (ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে- সকাল ৯.৩০ টায় লিখিত পরীক্ষার উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ। সকাল ১০.০০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ সকাল ১০.৩০টায় বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫মি.)
  • (খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে- দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ। দুপুর ০২.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। দুপুর ০২.৩০ মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২.২৫মি.।

৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।

৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

এইচএসসি কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস ২০২৩ (ঢাকা বোর্ড)

HSC center list 2023 (Dhaka board) pdf download link : https://dhakaeducationboard.gov.bd/data/20230626114257362877.pdf

 

 

এইচএসসি গ্রেডিং সিস্টেম ২০২৩

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এইচএসসি গ্রেডিং সিস্টেম ২০২৩

বাংলাদেশের শিক্ষা বোর্ড তালিকা ও ওয়েবসাইট লিংক

ক্রমিক নংশিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
০১বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
০২বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
০৩মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
০৪মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
০৫মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
০৬মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
০৭মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
০৮মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
০৯মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
১০মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
দেশের সব শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

আরো পড়ুন : এইচএসসি আসন বিন্যাস ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App